Skip to main content
Online form for Educational Help

ছাত্রবৃত্তি আবেদনের জন্য অনলাইন ফর্ম (2025 শিক্ষাবর্ষ)

অনলাইনে আবেদন জানানোর শেষ তারিখ - ১৫.০১.২০২৫

এই আবেদন পত্র কেবলমাত্র অষ্টম থেকে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য । যে সকল ছাত্রছাত্রীদের পারিবারিক আয় ১০,০০০ টাকার মধ্যে, তাদেরকে নিচে দেওয়া অনলাইন ফর্মটি ফিলাপ করে নিজের নাম নথিভুক্ত করতে আবেদন জানানো হচ্ছে । ছাত্রবৃত্তি ৩০ জানুয়ারী ২০২৫ তারিখ শিশু-কিশোর-যুব উৎসবের দিন প্রদান করা হবে বিকেল তিনটে ।

 প্রয়োজনীয় নথি -       ১. নতুন ক্লাসে ভর্তির রশিদ        ২. পারিবারিক ইনকাম সার্টিফিকেট         ৩. শেষ পরীক্ষার রেজাল্ট ( ৮০ % এর উপরে যারা নম্বর পেয়েছে, কেবলমাত্র তাদের জন্য )