ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট ২০২৫ অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা
১। আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতার জন্য নাম জমা নেওয়ার শেষ তারিখ ১২/০৮/২০২৫ । অনলাইনে / আশ্রমে এসে নথিভুক্ত করা যাবে। আঁকাতে সর্বাধিক ১০০ ও আবৃত্তিতে ২৫ জনের নাম নেওয়া হবে ।
২ আঁকা প্রতিযোগিতা ২.৪৫ মিনিট থেকে ৩.৪৫ মিনিট । সকলকে ২.৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে
৩। আবৃত্তি প্রতিযোগিতার সময় বিকেল ৪ টে । প্রত্যেক আবৃত্তির সময়সীমা সর্বাধিক ৩ মিনিট । দয়া করে আপনার আবৃত্তি ও আবৃত্তির বিষয় সকল জাতি, ধর্ম, বর্ণের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যাবশ্যকীয়। আবৃত্তি চয়নের দায়িত্ব প্রতিযোগীর নিজস্ব।
৪। প্রতিযোগিতার ফলাফল ঐদিন আবৃত্তি প্রতিযোগিতার পরে জানান হবে ।
বিষয় | বিভাগ | সময় |
অঙ্কন | বিভাগ -ক (প্রথম থেকে চতুর্থ) বিভাগ - খ (পঞ্চম থেকে অষ্টম) বিভাগ - গ (নবম থেকে দ্বাদশ) | ১৫ আগস্ট, দুপুর ২.৩০ মিনিট |
আবৃত্তি | চতুর্থ থেকে অষ্টম শ্রেণী | ১৫ আগস্ট, বিকেল ৪.০০ মিনিট |