159th Birthday Celebration of Raja Maharaj - 13 Feb 2021

18.02.21 04:49 PM By sikrakulingram

Raja Maharaj Tithipuja2021

RKM Sikra-Kulingram

159th birthday celebration of Swami Brahmannadaji maharaj observed with due solemnity on Saturday, 13 Feb. 2021. Programme started with the Mangal Arati of Shri Thakur followed by Temple Pradakshina and Samkirtana, Vedic Chanting, Stotras. Special puja of Shri Thakur and Shri Raja Maharaj was performed in the Shrine. A limited devotees  took prasad. An online discourse on Raja Maharaj was delivered by Swami Lokottarananda, Adhyaksha, Ramakrishna Math Kamarpukur. The whole day program ended with Sandhya Aratirikam and Bhajan.


স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের ১৫৯তম শুভ জন্মতিথি শনিবার, ১৩ ফেব্রুআরী ২০২১ যথাযোগ্য  সমারোহে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শিকড়া-কুলীনগ্রামে উদ্যাপিত হইল। অনুষ্ঠানের শুভ সূচনা শ্রীশ্রীঠাকুরের মঙ্গলারতির  মাধ্যমে। ঠাকুর, মা, স্বামীজী ও রাজা মহারাজের ফুলমালা শোভিত প্রতিকৃতি লইয়া সন্ন্যাসী-ব্রহ্মচারীবৃন্দ কীর্তনসহ মন্দির প্রদক্ষিণ করেন। এছাড়াও অনুষ্ঠিত হয় বৈদিকমন্ত্র, স্তোত্র ও ভজন। সকাল ৭ টা হইতে শ্রীঠাকুর ও রাজা মহারাজের বিশেষ পূজা ও হোম অনুষ্ঠিত হয়। সীমিত সংখ্যক ভক্তগণের প্রসাদের ব্যবস্থা করা হয়। বৈকাল ৩.৩০ হইতে একটি অনলাইন ধর্মসভা আয়োজিত হয়। রাজা মহারাজের জীবনী পাঠ ও আলোচনা করেন স্বামী লোকোত্তরানন্দজী , অধ্যক্ষ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী অনন্তানন্দজী , অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ  শিকড়া-কুলীনগ্রাম । 

sikrakulingram