খাতা, ডিকশনারি ও সহায়িকা বইয়ের জন্য অনলাইন ফর্ম
অনলাইনে আবেদন জানানোর শেষ তারিখ - ৩১.০১.২০২২
এই বছর যে সকল ছাত্রছাত্রীরা নবম থেকে দশম শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, রামকৃষ্ণ মিশন শিকড়া-কুলীনগ্রামের পক্ষ থেকে পড়াশুনোয় সাহায্যার্থে ও আগ্রহ বৃদ্ধির কারণে খাতা ও ডিকশনারি / সহায়িকা বই বিতরণ করা হবে । যে সকল ছাত্রছাত্রীদের পারিবারিক আয় ৮,০০০ টাকার মধ্যে, তাদেরকে নিচে দেওয়া অনলাইন ফর্মটি ফিলাপ করে নিজের নাম নথিভুক্ত করতে আবেদন জানানো হচ্ছে । বিতরণের তারিখ আমাদের ওয়েবসাইটে জানানো হবে ।
প্রয়োজনীয় নথি - ১. নতুন ক্লাসে ভর্তির রশিদ ২. পারিবারিক ইনকাম সার্টিফিকেট ৩. শেষ পরীক্ষার রেজাল্ট ( ৭০ % এর উপরে যারা নম্বর পেয়েছে, কেবলমাত্র তাদের জন্য )